বাংলাদেশ থেকে শুধু ২০১৫ সালেই প্রায় এক লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। সম্প্রতি এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান, গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি- জিএফআই। এই প্রতিবেদনে বলা হয়, গত সাত বছরে গড়ে ৬৪ হাজার কোটি টাকা করে পাচার হয়েছে আমদানি-রফতানি করা হয়েছে সবার অন্তরালে।
আরও জানা গেছে, গেল দু’বছর জাতিসংঘকে আন্তর্জাতিক বাণিজ্যের কোন তথ্যই দিচ্ছে না বাংলাদেশ। সেই সাথে ২০১৫ সাল পর্যন্ত বাণিজ্যের যে হিসেব তারা দিয়েছে সেগুলোর মধ্যে গড়মিলই ছিল প্রায় ১ হাজার ১৫০ কোটি ডলার এবং ১৯ শতাংশের বেশিই ভুয়া।
এই ব্যাপারে গবেষণা প্রতিষ্ঠানটির অর্থনীতিবিদ রিক রাউডেন জানান, আন্তর্জাতিক বাণিজ্যের অন্তরালে ২০০৮-২০১৫ পর্যন্ত এই ৭ বছরে গড়ে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৭৫৩ কোটি ডলার বা ৬৪ হাজার কোটি টাকা। এবং বছর বছর বেড়েছে কাগজে-কলমের হিসাব আর প্রকৃত আমদানি-রফতানির গড়মিল।
সেই সাথে বাংলাদেশকে বাণিজ্যের ভুয়া তথ্য দিয়ে টাকা পাচার ঠেকাতে কড়া নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে জিএফআই।
আনন্দবাজার/ এইচ এস কে