সম্প্রতি আমন ধান সংগ্রহে রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। এবারই প্রথম ধান সংগ্রহের পরিমান ছাড়িয়ে গেছে ৬ লাখ টন। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ২৬ হাজার টন কম হলেও আগামী বৃহস্পতিবার শেষ হওয়ার আগেই পূরণ হয়ে যাবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
তবে ধান সংগ্রহে রেকর্ড গড়লেও চাল সংগ্রহে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে চাল সংগ্রহের পরিমাণ এখনো ১ লাখ টন কম আছে।
খাদ্য অধিদপ্তর জানান, বিগত আমন মৌসুমে সর্বোচ্চ ৫০ হাজার টন ধান সংগ্রহ করা হয়েছে। কিন্তু ধানের মানসহ নানা সমস্যার কারণে বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেও ধান সংগ্রহের পরিমাণ বাড়াতে পারেনি। তবে এবার লক্ষ্যমাত্রার বিপরীতে ৬ লাখ টন ধান সংগ্রহ করা হয়েছে এবং, নায্য দাম দিতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা হয়েছে।
তিনি আরও বলেন, চলতি বছর এবারই প্রথম মোবাইল অ্যাপসের মাধ্যমে দেশের ১৬ টি জেলার ১৬টি উপজেলার কৃষকের কাছ থেকে ধান কেনা হয়েছে। কিন্তু বরাবরের মতো চলতি বছরও অনেক রাজনৈতিক দলের কর্মী-সমর্থক থেকে শুরু করে মধ্যস্বত্বভোগীদের সরকারের গুদামে ধান দেওয়ার অভিযোগ রয়েছে।
আনন্দবাজার/ এইচ এস কে