ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজের শেষ ম্যাচে থাকছেনা মুশফিক

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫০ বলে ৫৫ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। তারপরও পাকিস্তান সফরে যাচ্ছেন না তাই সিরিজের তৃতীয় ম্যাচে রাখা হচ্ছে না তাকে

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের মধ্যাহ্ন বিরতির সময় নির্বাচক প্যানেলের প্রধান মিনহাজুল আবেদীন নান্নু জানায় দেন, মুশফিকুর রহিম বাদ পড়ছেন তৃতীয় ওয়ানডের দল থেকে কারণ তিনি পাকিস্তান সফরে যাচ্ছেন না।

মিনহাজুল আরও বলেন, আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে চিন্তাভাবনা করেছি। পাকিস্তানে আমাদের একটা ওয়ানডে আছে। তাই জিম্বাবুয়ের সঙ্গে যদি আজ সিরিজ জয় নিশ্চিত হয়ে যায় তাহলে শেষ ওয়ানডেতে পাকিস্তানে যে ১১ জন খেলবে তাদেরকে খেলাবো এমন সিদ্ধান্ত নিয়েছি।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন