রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছাত্রীদের অনির্বাণ-৮ এর ব্যাচ ডে উদযাপন করেছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে সকাল সাড়ে ৯ টায় কালার ফেস্ট ও দুপুর ৩টায় তাজহাট জমিদার বাড়ি ভ্রমণের মধ্যে দিয়ে এ ব্যাচ ডে শেষ হয়।
এই ব্যাচডে’র আয়োজনে ছিলেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এদের মধ্যে মামুন, রবি, সুহি, সোহান, সুমন, বাপ্পি, রাকেল, জুনায়েদ, ভরত, মোনা, মৃন্ময়, সোমা, খুশি, আলম, সোহেল, প্রমুখ উল্লেখযোগ্য।
আরও পড়ুনঃ জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণির প্রতি সকলকে সদয় হতে হবে
বিশ্ববিদ্যালয়ের ভর্তির সূচনালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামে অনির্বাণ-৮ ব্যাচের শিক্ষার্থীরা দেখিয়ে আসছে অভাবনীয় সাফল্য। বিভিন্ন কর্মসূচী,কালচারাল প্রোগ্রামেও তাদের অবদান অনেক।
আয়োজক কমিটির রাকেল ইসলাম, আনন্দ বাজারকে বলেন, বেরোবি ক্যাম্পাসে অনির্বাণ-৮ আমাদের জন্য একটি প্লাটফর্ম, যেখানে আমরা একে অন্যকে চেনা জানা থেকে শুরু করে আনন্দ-বেদনা ভাগাভাগির সুযোগ পাই।সামনের দিনে ক্যাম্পাসের সকল কাজের ক্ষেতে পরিধি বাড়ানো ও ব্যাচের সবার মধ্যে সুসম্পর্ক বৃদ্ধির জন্য আজকের এ আয়োজন।
আনন্দবাজার/শাহী