এবার ভারতের দিল্লিতে থাবা বসাল প্রাণঘাতী করোনা ভাইরাস। যা বাংলাদেশের জন্যও এক বিশাল হুমকি। ইতোমধ্যে দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত একজনের সন্ধান মিলেছে । এমনকি তেলেঙ্গানায় আরও একজন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য।
ইতালি থেকে দিল্লিতে আসা এক ব্যক্তির শরীরে মরণব্যাধি এ ভাইরাস পাওয়া গেছে। অপরদিকে তেলেঙ্গানা অঞ্চলের এক বাসিন্দার শরীরেও এ ভাইরাস পাওয়া গেছে। তিনি দুবাই থেকে তেলেঙ্গনায় এসেছেন। তারপরেই তার শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে।
অন্যদিকে, কোচিতে মালয়েশিয়া থেকে আসা এক ব্যক্তির মৃত্যু ঘিরে উদ্বেগ বেড়েছে। যদিও তার শরীরে করোনা ভাইরাসের কোনো চিহ্ন প্রথমে পাওয়া যায়নি।
তবে চিকিৎসকরা দাবি করেছে নিউমোনিয়ায় তার মৃত্যু হয়েছে। কিন্তু তারপরেও করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার রক্তেন নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পরীক্ষাগারে।
আনন্দবাজার/এফআইবি