ক্লাসরুমের সংকট নিরসনের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ ও আমরণ অনশন করে। সোমবার সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা আন্দোলন শুরু করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘ চার বছর আমরা একটি রুমে আমাদের ক্লাস-পরীক্ষা দিচ্ছি।আমাদের ল্যাব না থাকায় আমরা ব্যবহারিক কাজগুলো হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছিনা।
গত সপ্তাহে প্রশাসন ব্যবসা শিক্ষা অনুষদে কয়েকটি রুম বরাদ্দ দিলেও ওই অনুষদের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরাদ্দ স্থগিত করা হয়। বর্তমানে প্রশাসন এক সপ্তাহ সময় নিচ্ছে তা মেনে না নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
সকাল থেকে প্রশাসনিক ভবন অবরোধ করার ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বিভিন্ন বিভাগে চূড়ান্ত পরীক্ষা নিতে বিলম্বিত হয়। অনশন চলাকালীন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নার্গিস আক্তার অসুস্থ হয়ে যায়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকতা বিভাগের প্রতিনিধিদল নিয়ে মিটিংয়ে বসে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে মঙ্গলবার পর্যন্ত আন্দোলন স্থগিত করে।
আরও পড়ুনঃ রাবিতে ‘হৃদরোগ নিরাময় ও প্রতিরোধ’ শীর্ষক সেমিনার
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে যাওয়ার সময় বিভাগের শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে সমাধান চায়। উপাচার্য সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা সোমবারের মধ্যে সমাধান চেয়ে আন্দোলন শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, গত রোববার ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে আমরা মিটিং করেছি। ডিনদের মাধ্যমে সমস্যার সমাধান করতে বলা হয়েছিলো। আজ (সোমবার) আবারও মিটিং করা হচ্ছে। আমরা সমাধানের চেষ্টা করতেছি।
আনন্দবাজার/শাহী/মই