ঢাকা | সোমবার
৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের ভোটার সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ

নির্বাচন কমিশন থেকে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার  সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১শ’ ১২ জন।
আজ সোমবার (২ মার্চ) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কে এম নুরুল হুদা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় সিইসি নতুন ভোটার তালিকা প্রকাশ করেন।

সিইসি জানায়, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১শ’ ১২ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫শ’ ৩০ জন এবং নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২শ’ ২২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৬০ জন। এছাড়া ভোটার তালিকায় নতুন ভোটার যুক্ত হয়েছেন ৬৯ লাখ ৭১ হাজার ৪শ’ ৭০ জন।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন