ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে ‘হৃদরোগ নিরাময় ও প্রতিরোধ’ শীর্ষক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসি এসোসিয়েশন ও মেডিটেশন সোসাইটি যৌথভাবে ‘হৃদরোগ নিরাময় ও প্রতিরোধ’ বিষয়ক শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। গতকাল সোমবার (২মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দিনব্যাপী এ সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সভাপতি অধ্যাপক আশিক মোসাদ্দিকের সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধ উত্থাপন করেন কোয়ান্টাম ক্লাবের মডারেটর মনিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, হৃদরোগ নিরাময়ে সবচেয়ে বেশি কার্যকর আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা। বাঙালি জাতি নিয়মিত খাবারের তালিকায় ফ্যাট ও চর্বি জাতীয় খাবারের পরিমাণ বেশি। যা হার্টের জন্য ক্ষতিকর। আমাদের খাবার তালিকায় ফ্যাট ও চর্বি জাতীয় খাদ্যের পরিমাণ কমিয়ে প্রোটিন জাতীয় খাবার খেলে হৃদরোগ নিরাময় করা সম্ভব।

সেমিনারের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন