ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ নেই ওষুধের দামে

দিন দিন বেড়েই চলছে ওষুধের দাম। ওষুধ বিক্রেতাদের আচরণ দেখলে মনে হয় নিয়ন্ত্রক সংস্থার কোনো নিয়ন্ত্রণ নেই তাদের ওপর। জানা যায়, ইচ্ছামতো দাম বাড়িয়ে ওষুধ বিক্রি করছেন বিক্রেতারা।

দাম বাড়িয়ে ওষুধ বিক্রির কারণে কিছু ওষুধের দোকান দণ্ডপ্রাপ্ত হলেও বেশিরভাগ ক্ষেত্রেই আইনের চোখ ফাঁকি দিয়ে প্রতারণা চলছে। সাধারণত ক্যাপসুলের পাতায় মূল্য মুদ্রিত থাকে না। ফলে বিক্রেতাদের নির্ধারিত দামের উপর নির্ভর করেই ওষুধ কিনতে হচ্ছে ক্রেতাদের।

এছাড়া প্রতিবার ওষুধ কেনার সময় দোকানদারের কাছ থেকে প্যাকেট চেয়ে নিয়ে মোট মূল্য দেখে সেটাকে ভাগ করে প্রতি পাতার মূল্য বের করে ওষুধ কেনা দুরূহ ব্যাপার। এমনকি এ নিয়ে মাথা ঘামায় না বেশিরভাগ মানুষ। এই সুযোগে ওষুধের মূল্য নিয়ে প্রতারণা করছে একশ্রেণির বিক্রেতা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাধারণ জনগণের আহ্বান ওষুধের পাতায় মূল্য উল্লেখের বিষয়টি আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন