ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে ইউডার সমঝোতা চুক্তি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ড. ওয়াজেদ রির্সাচ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা)-এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার দুপুরে এক আনুষ্ঠানিক পরিবেশে ইউডার কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা চুক্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর ও ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এবং ইউডার পক্ষে প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ড. রফিকুল ইসলাম শরিফ স্বাক্ষর করেন।

এ সময়ে ইউডার প্রতিষ্ঠাতা সভাপতি ও বোর্ড অব স্ট্রাস্টিজ এর চেয়্যারমান প্রফেসর মুজিব খান বেরোবির ভিসিকে ইউডার সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন