বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ড. ওয়াজেদ রির্সাচ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা)-এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার দুপুরে এক আনুষ্ঠানিক পরিবেশে ইউডার কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা চুক্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর ও ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এবং ইউডার পক্ষে প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ড. রফিকুল ইসলাম শরিফ স্বাক্ষর করেন।
এ সময়ে ইউডার প্রতিষ্ঠাতা সভাপতি ও বোর্ড অব স্ট্রাস্টিজ এর চেয়্যারমান প্রফেসর মুজিব খান বেরোবির ভিসিকে ইউডার সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।