লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহে শেষ হল বাংলাদেশের ইনিংস। শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলীয় ৬০ রানে ব্যাক্তিগত ৪৩ বলে ২৪ করে তামিম এবং ৩৮ বলে ২৯ রান করে শান্ত ফিরে গেলে মুশফিককে সাথে নিয়ে সেঞ্চুরি তুলে নেন লিটন দাস।
এরপর রিটায়ার্ড হার্ট হয়ে লিটন এবং আউট হয়ে মুশফিক প্যাভিলিয়নে ফিরলে মাহমুদুল্লাহকে সঙ্গ দিতে মাঠে নামেন মোহাম্মদ মিঠুন। তবে দুজনেই দ্রুত রান তুলতে থাকলেও ৩২ রানেই থেমে যান মাহমুদুল্লাহ। অর্ধশতক রান করে ঘরে ফেরেন মিঠুনও। শেষ ওভারে সাইফুদ্দিনের ঝড়ে বড় সংগ্রহই এনে দেয় টাইগারদের।
আরও পড়ুন : লিটন দাসের দ্বিতীয় সেঞ্চুরি
আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে রানের পাহাড় গড়ে তুলেছে বাংলাদেশ দলের টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টার্গেট ৩২১ রান।
আনন্দবাজার/ এইচ এস কে