ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ায় করোনা আক্রান্তকে গুলি করে হত্যা

উত্তর কোরীয় নেতা কিম জং উন আগেই জানিয়েছিলেন দেশটিতে করোনা আক্রান্ত কাউকে পাওয়া গেলে তার পরিণতি খারাপ হবে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ খবর প্রকাশ করেছিল।

এরপরই শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে – কিমের নির্দেশে এক করোনাভাইরাস আক্রান্ত রোগীকে গুলি করে হত্যা করেছে তার প্রশাসন।

খবরটি সিঙ্গাপুরের একটি সংবাদ সংস্থা করেছে। তাদের রিপোর্টে একটি টুইটার অ্যাকাউন্টের কথা উল্লেখ করে জানিয়েছে, তারা তথ্যটি পেয়েছে ওই অ্যাকাউন্ট থেকে। কিন্তু অ্যাকাউন্টের সত্যাসত্য সম্পর্কে এখনও তেমন কিছু জানানো হয়নি।

টুইটার অ্যাকাউন্টটি হল @সিক্রেট_বেজিং। অ্যাকাউন্টের মালিক নিজের পরিচয়ে জানিয়েছেন, তিনি চিন ও তার পরিধির বাইরে একজন সামাজিক পর্যবেক্ষক ও বিশ্লেষক। তিনি অবশ্য তার খবরের সূত্রের বিশ্লেষণ করেননি। কিন্তু গোপনীয়তায় মোড়া উত্তর কোরিয়া নিয়ে মানুষের কৌতূহল প্রবল থাকায় সিক্রেট_বেজিং এর টুইট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

সিঙ্গাপুরের সংবাদ সংস্থাটি বাদেও দক্ষিণ কোরিয়ার একটি সংবাদমাধ্যমের রিপোর্টে করোনা-রোগীকে হত্যার দাবি করা হয়েছে। তারা জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র থেকে তারা জানতে পেরেছে, করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে এক ব্যবসায়ীকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল। কিন্তু নিয়ম না মানার কারণে ওই ব্যবসায়ীকে গুলি করে মারা হয়।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন