ঢাকা | সোমবার
৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বিশ্ব পুঁজিবাজারে ধস

গত এক সপ্তাহে বিশ্ব পুঁজিবাজার হারিয়েছে ৩ লাখ ৪০ হাজার কোটি মার্কিন ডলার। কয়েকটি গবেষণা সংস্থার দেয়া প্রতিবেদনের ভিত্তিতে রয়টার্স এ তথ্য জানায়।

পুঁজিবাজারে করোনাভাইরাসের প্রভাব পরার আশঙ্কায় অর্থ ফিরিয়ে নিচ্ছে অধিকাংশ ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এদিকে ৭০ বছরের মধ্যে এবারই সবচেয়ে বড় পতন হয়েছে মার্কিন পুঁজিবাজারে।

এক সপ্তাহের মধ্যে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের এস অ্যান্ড পি ৫০০ সূচক কমেছে প্রায় ২৩ শতাংশ। প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে দর পতনের শীর্ষে। কমেছে সেগুলোর পণ্য ও সেবা বিক্রি।

বিশ্ব বাণিজ্য সংস্থার এক প্রতিবেদনে জানা যায়, গত এক মাসের মধ্যে স্মার্টফোন, মোবাইল, ল্যাপটপসহ সব প্রযুক্তি পণ্যের বিক্রি নেমে এসেছে প্রায় অর্ধেকে।

 

আনন্দবাজার/তাঅ 

সংবাদটি শেয়ার করুন