ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অকারণেই বাড়ছে চালের দাম

বাজারে যথেষ্ট সরবরাহ থাকলেও নিয়ন্ত্রণহীনভাবে বেড়েই চলেছে চালের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) তাদের দৈনন্দিন খুচরা বাজারদরের প্রতিবেদনে চালের দাম বাড়ার তথ্যটি তুলে ধরেছে।

গতকাল শুক্রবার রাজধানীর খুচরা বাজারে সরু চাল ৫৫ থেকে ৬০ টাকা, মাঝারি মানের চাল ৪৪ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। যা আগের সপ্তাহে কেজিতে ৪ থেকে ৫ টাকা কমে বিক্রি হয়েছে।

তবে কেন কোন কারণ ছাড়াই বাড়ছে চালের দাম? খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলেছেন, মিলাররা চালের দাম বাড়িয়ে দেওয়ার কারণেই খুচরা ও পাইকারিতে দাম বাড়ছে। তবে মিলারদের দাবি, আমন মৌসুম শেষ হওয়ায় ধানের দাম এখন চড়া। তাই চালের দামও বেড়েছে।

এদিকে চালের বাজার স্থিতিশীল রাখতে গত সপ্তাহের মাঝামাঝিতে দেশের বড় মোকামের চালকল মিল মালিকদের সঙ্গে বৈঠক করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক। বৈঠকে কোনো অজুহাতে চালের বাজারে যেন অস্থিরতা সৃষ্টি না হয়, সেজন্য চালকল মালিকদের সতর্ক করা হয়েছে। কিন্তু বৈঠকের পরও চালের বাজার ঊর্ধ্বমুখী।

আনন্দবাজার/তাঅ 

সংবাদটি শেয়ার করুন