ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে প্রথম বিনামূল্যে পরিবহন সুবিধা

যানজট মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা গুলোর মধ্যে সব থেকে জটিল একটি সমস্যা। সারা বিশ্বে প্রতিদিন যে পরিমান আর্থিক ক্ষতি হয় তার অন্যতম একটি কারন হচ্ছে যানজট। আর এই যানজটের সমস্যা এড়াতে লাক্সেমবার্গের ডেমোক্রেটিক পার্টির সরকার এক অভিনব উদ্যোগ নিয়েছে। শনিবার থেকে সেখানকার সমস্ত সরকারি পরিবহনে চালু হল বিনামূল্যে পরিবহন সেবা।

ইউরোপের একটি ছোট্ট দেশ লাক্সেমবার্গের রাজধানী হল লাক্সেমবার্গ সিটি। এই শহরের জনসংখ্যা এক লক্ষ ১০ হাজার জন। আর প্রায় চার লক্ষ মানুষ প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে কাজের জন্য আসে এখানে। তাঁদের মধ্যে বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। এর ফলে সেখানে প্রতিদিন ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গত বছর প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই এই সমস্যা সমাধানের অঙ্গীকার করেছিলেন ডেমোক্রেটিক পার্টির নেতা জেভিয়ার বিটল। এবার তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করলেন।

লাক্সেমবার্গের পরিবহণ দপ্তর থেকে এ প্রসঙ্গে বলা হয়েছে, ২৯ ফেব্রুয়ারি থেকে দেশের সমস্ত সরকারি যানবাহনে ভ্রমণ করতে গেলে আর টাকা খরচ করতে হবে না। এর ফলে দেশের প্রতিটি মানুষের বছরে প্রায় ১০০ ইউরো পর্যন্ত বাঁচবে। তবে ট্রেনের প্রথম শ্রেণীর কামরা ও নির্দিষ্ট কিছু রুটে রাতের বাসে সফর করলে ভাড়া দিতে হবে। আশা করা হচ্ছে সরকারের এই সিদ্ধান্তের ফলে যানজটের সমস্যা কিছুটা হলেও কমবে।

দৈনিক আনন্দবাজার /টি এস

সংবাদটি শেয়ার করুন