ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন উদ্যোক্তাদের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

নারী উদ্যোক্তাসহ নতুন উদ্যোক্তাদের প্রতি ব্যাংকগুলোকে আরও মনোযোগী হওয়ার আহবান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আয়োজিত ডিজিটাল ব্যাংকিং মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান, এএমডি কায়সার আলী ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দীন মজুমদার এবং ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উল্লাহ।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সম্ভাবনাময় স্থানীয় শিল্পগুলোর বিকাশে প্রয়োজনীয় ঋণসহ আনুষঙ্গিক ব্যাংকিং নিশ্চিত করতে হবে। সামাজিক বৈষম্য হ্রাসে ব্যাংকগুলোর বিশেষ ভূমিকা রয়েছে।ব্যাংকিং সুবিধাবঞ্চিতদের এই সেবার অন্তর্ভুক্ত করতে হবে। বিকল্প উপায়ে তাদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে হবে।

ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক বলেন, আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবের সময় নগদ অর্থের লেনদেন থাকবে না। সেই সময়ের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন