ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অধিনায়কত্ব নিতে প্রস্তুত মুশফিক

ফের জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব নিতে প্রস্তুত মুশফিকুর রহিম। সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে মুশফিকুর রহিম বলেন, অধিনায়কত্বের ব্যাপারটা আমার হাতে নেই। এটা অনেক সম্মানের কাজ। সবারই স্বপ্ন থাকে নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করার এবং নেতৃত্ব দেয়ার। তবে এ সুযোগ প্রত্যেকের কাছে আসে না। তো সেরকম কোনো প্রস্তাব যদি ভবিষ্যতে আসে, তা হলে আমি ভেবে দেখব।

একসময় তিন ফরম্যাটেই অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। পরে সব সংস্করণ থেকে সরে দাঁড়ান তিনি। প্রথমে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দলের দায়িত্ব নেন মাশরাফি বিন মুর্তজা। এরপর সাকিব আল হাসানের হাতে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে, টি টোয়েন্টি অধিনায়কত্ব থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন মাশরাফি। ওয়ানডে থেকেও শিগগির অবসর নেবেন তিনি। নিষেধাজ্ঞার কারণে অভিজাত সংস্করণে নেই সাকিব। ব্যর্থ হচ্ছেন মাহমুদউল্লাহ। এ পরিস্থিতিতে আবারো অধিনায়ক হওয়ার ইচ্ছা পোষণ করেছেন মিস্টার ডিপেন্ডেবল।

তবে মুশফিককে অবশ্য দলনায়কের দায়িত্ব দেয়ার ব্যাপারে বোর্ডের তরফ থেকে এখন পর্যন্ত কিছু শোনা যায়নি। তবে জিম্বাবুয়ে সিরিজ দিয়েই ক্যাপ্টেন হিসেবে মাশরাফির বিদায় হচ্ছে। এরপর দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চায় বোর্ড।

বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ওয়ানডে সিরিজ নিয়ে এখনই চিন্তা করতে হবে। আবার অধিনায়কত্ব নিয়ে যদি বলেন, সেটাও এখন থেকে ভাবতে হবে। আমাদের এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে।

আনন্দবাজার/এম আর

সংবাদটি শেয়ার করুন