শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চেঞ্জিং রুমের খারাপ অভিজ্ঞতার বর্ণনা দিলেন মেহজাবিন

নারীরা কোথাও নিরাপদ নয়। সব জায়গাতেই নারীরা সবসময় নিরাপত্তাহীনতায় ভোগে। শপিং মল কিংবা শুটিংয়ের জন্য হলেও কোনো চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করতে রাজি নন অভিনেত্রী মেহেজাবিন। সম্প্রতি তিনি এই বিষয়টিকেই নাটকের মাধ্যমে তুলে ধরেছেন।

প্রথমবারের তিনি নাটকের গল্প লিখেছেন। নাটকটির নাম ‘থার্ড আই’। নাটকটি নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস। গল্প লিখার পাশাপাশি চিত্রনাট্যও করেছেন মেহেজাবিন।

এই ব্যাপারে মেহজাবিন জানান, আরও অনেক আগেই এই গল্পের ভাবনাটা আমার মাথায় এসেছে । একজন নারী হিসেবে আমি সবসময়ই এই ব্যাপারে সচেতন থাকি। বিভিন্ন সময় আমরা যখন শপিং করতে যাই, তখন অনেক রকম বাজে অভিজ্ঞতা হয়।

আরও পড়ুন : নিরাপত্তাহীনতায় ভুগছে শাহজালাল বিমানবন্দর।

নাটকটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন নিজেই। তাকে দেখা যাবে একজন নারী বিক্রয়কর্মীর চরিত্রে। গেলো ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা ও বনানীতে নাটকটির শুটিং শেষ হয়েছে।

আগামী ৮ মার্চ নারী দিবস উপলক্ষে নির্মিত এই নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।  এতে মেহজাবিন ছাড়াও আরও অভিনয় করেছেন মনির খান শিমুল, আবির মির্জা প্রমুখ।

আনন্দবাজার/ এইচ এস কে 

 

আরও পড়ুনঃ  ইতি টানলো ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট

সংবাদটি শেয়ার করুন