ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের প্রধানমন্ত্রী হতে চান মাহাথির

মালয়েশিয়ার  প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা মাহাথির মোহাম্মদ আবারও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের এক সপ্তাহ যেতে না যেতেই আবারও প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন মাহাথির।

প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করে মাহাথির জানান, সাবেক ক্ষমতাসীন জোট থেকে আবারও পূর্বের মতো প্রধানমন্ত্রী পদে দাঁড়াতে চাই।

জানা যায়, এর আগে ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। একইদিন মালয়েশিয়ার রাজা ইয়াং ডি-পার্টুয়ান আগোং অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে আবারও মাহাথিরকে নিয়োগ করেন।

উল্লেক্ষ্য, ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মাহাথির। তার নেতৃত্বে পর পর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে ক্ষমতাসীন দল।

এছাড়া, তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় তার পদ ছেড়ে দেন। অবসর যাওয়ার দীর্ঘ পনের বছর পর ৯২ বছর বয়েসে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাথির মোহাম্মদ আবারও ফিরে আসেন রাজনীতিতে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন