ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আমি কি চোর যে লজ্জা পেতে হবে: মাশরাফি

ক্রিকেটের মাঠে পারফরম্যান্স নিয়ে কখনই সমালোচনায় পড়েননি। কিন্তু গেল বিশ্বকাপে ৮ ম্যাচে মাত্র ১ উইকেট পাওয়ার কারণেই মূলত সবার সমালোচনার মুখে পড়েছেন মাশরাফি বিন মর্তুজা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অনেকটা বিরক্তির সাথেই উত্তর দিয়েছেন তিনি। মাঠে খারাপ পারফরম্যান্স হলেই যে লজ্জায় কুঁকড়ে যেতে হবে বা আত্মসম্মানবোধ উড়ে যাবে- এমন ধারনার সাথে তিনি একেবারেই একমত নন।

তিনি বলেন, প্রথম কথা হলো, আত্মসম্মান বা লজ্জা। আমি কি মাঠে চুরি করি? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা বা আত্মসম্মানের বিষয়টা কি আমি মেলাতে পারি না। এত জায়গায় এত চুরি হচ্ছে, এত চামারি হচ্ছে-তাদের লজ্জা নাই? আমি মাঠে এসে উইকেট না পেলে আমার লজ্জা লাগবে কেন? খেলায় উইকেট আমি নাই পেতে পারি। আমি পারিনি, আমাকে বাদ দিয়ে দেবে।

আরও পড়ুন : বিশ্বের ৫৯ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস

আমার লজ্জা বা আত্মসম্মানবোধ আমি কার সাথে দেখাতে যাব। আমি তো বাংলাদেশের হয়েই খেলতে নামছি। কেউই মাঠে ভালো পারফর্ম নাই করতে পারে, তখন তার ডেডিকেশন, তার অক্ষমতা, ডিসিপ্লিন না থাকা বা অযোগ্যতা নিয়ে প্রশ্ন আসতেই পারে। আমার সমালোচনা করুক, সমস্যা নেই। কিন্তু ক্রিকেট খেলতে এসে আমি কি আত্মসম্মানবোধ বিসর্জন দিতে এসেছি নাকি?

দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে নামছেন মাশরাফি। ক্রিকেট বোর্ডের সাথে তার একটা দূরত্ব তৈরি হয়েছে। পারফরম্যান্সেও ঘাটতি আছে। অনেকেরই ধারনা অধিনায়ক হিসেবেও হয়ত এটাই তার শেষ সিরিজ।

আনন্দবাজার/ এইচ এস কে 

 

সংবাদটি শেয়ার করুন