চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্বের ৫৯টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস । চলমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আজ শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছেন ২ হাজার ৯২৩ জন। আক্রান্ত হয়েছেন ৮৫ হাজারেরও বেশি মানুষ।
এদিকে চীনে এর সংক্রমণ কমতে শুরু করলেও ব্যাপক হারে বাড়ছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৩১। মারা গেছেন ১৬ জন। এর মধ্যে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৫৯৪ জন ও মারা গেছেন তিন জন। করোনাভাইরাসে আক্রান্ত বাড়ছে ইতালিতেও। দেশটির মোট আক্রান্ত হয়েছেন ৮২০ জন ও মারা গেছেন ১৭ জন।
ইতালির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে সেখানকার হাসপাতালগুলোকে হিমশিম খেতে হচ্ছে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় সেখানে সংকট দেখা দিয়েছে।
ডব্লিউএইচও’র হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক ডা. মাইক রিয়ান বলেছেন, ‘ভাইরাসটির সংক্রমণ ও এটির প্রভাব বিবেচনা করেই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।’
আনন্দবাজার/রনি