ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে ওয়ালটনের নিলাম শুরু ২ মার্চ

শেয়ারবাজারে আসছে দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সম্প্রতি জানা গেছে আইপিও- এর মাধ্যমে বুক বিল্ডিং প্রক্রিয়ায় তারা শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করবে। এ উদ্দেশেই ওয়ালটন কোম্পানির আইপিও শেয়ারের প্রান্তসীমা মূল্য বা কাট অফ প্রাইস নির্ধারণ আগামী ২ মার্চ থেকে শুরু হয়ে চলবে ৫ ই মার্চ পর্যন্ত।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সাথে চুক্তি করেছে ওয়ালটন কোম্পানি। গত মঙ্গলবার ডিএসই-এর নিকুঞ্জ অফিসে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। এবং ওয়ালটন পক্ষে চুক্তিতে সই করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার।

আরও পড়ুন : বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ৩০তম হবে

ডিএসই-এর পক্ষে স্বাক্ষর করেন অ্যাসিস্টান্ট জেনারেল ম্যানেজার মো. আব্দুল লতিফ। আর সিএসই-এর জেনারেল ম্যানেজার মো. গোলাম ফারুক নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ ব্যাপারে ওয়ালটনের কোম্পানি সচিব পার্থ প্রতিম দাশ জানান, ইলেক্ট্রনিক সাবক্রিপশন সিস্টেম ব্যবহার করে আগামী ২ মার্চ থেকে ৫ মার্চ  পর্যন্ত বিডিং হবে। বিডিংয়ের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানির কাট অফ প্রাইজ নির্ধারণ করে কাট অফ প্রাইজের ১০ শতাংশ হ্রাসকৃত মূল্যে লটারির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে শেয়ার ইস্যু করা হবে।

আনন্দবাজার/ এইচ এস কে 

 

সংবাদটি শেয়ার করুন