ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ায় তুরস্কের পাল্টা হামলা, ১৬ সেনা নিহত

সিরিয়ায় রাশিয়ার সমর্থিত আসাদবাহিনীর বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা শুরু করেছে তুরস্কের সেনারা। গতকাল বৃহস্পতিবার ইদলিবে চলমান সংঘর্ষে আসাদবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন তুর্কি সেনা নিহত হন।

এরপর থেকেই পাল্টা হামলা শুরু করেছে তুর্কি সেনারা। এতে করে অন্তত ১৬ জন সিরিয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু বলেছে, ১,৭০৯ জন আসাদ সেনাকে নিষ্ক্রিয় করেছে তুর্কি সেনারা। এখানে  নিষ্ক্রিয় বলতে সাধারণত নিহত কিংবা বন্দিদের বুঝিয়ে থাকে।

ব্রিটেনভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের জানায়, গেল তিন মাস আগে বিদ্রোহীদের হটিয়ে সরকারি বাহিনীর দখলে নেয়া বেশ কিছু অঞ্চলে সিরিয়ার সামরিক অবস্থানে ড্রোন ও গোলা বর্ষণ করে তুর্কি বাহিনী।

আনন্দবাজার/এম.কে

 

 

সংবাদটি শেয়ার করুন