ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎ ও পানির দাম বাড়ায় পণ্যবাজারে অস্থিরতার আশঙ্কা

আবারো দাম বেড়েছে বিদ্যুতের। একই সঙ্গে দাম বাড়ানো হয়েছে নিত্যপ্রয়োজনীয় সেবাপণ্য পানির। আগামী ১ মার্চ থেকে গ্রাহককে ইউনিট প্রতি দাম বেশি দিতে হবে ৩৬ পয়সা এবং ঢাকা ওয়াসার সরবরাহকৃত প্রতি হাজার লিটার আবাসিক পানির দাম ১১ টাকা ৫৭ পয়সার পরিবর্তে ১৪ টাকা ৪৬ পয়সা করা হয়েছে।

সাধারণ গ্রাহকরা জানান, নিত্যপণ্যের বাজারে যখন আগুন ঠিক তখনই বিদ্যুতের ও পানির মূল্য বৃদ্ধি। এর মানে মরার উপর খাড়ার ঘা। বিষয়টি নিয়ে সরকারের পৃষ্ঠপোষকদের আরও ভাবার অনুরোধ জানান তারা।

সাধারণ গ্রাহক আজিবর রহমানের জানান, বিদ্যুতের ও পানির দাম বাড়ায় হতবাক হয়েছেন অনেকেই। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কাছে নিত্যপণ্যের চড়াদামের বাজারে বিদ্যুতের মূল্যবৃদ্ধি পুরোই অস্বাভাবিক।

বিদ্যুতের একটি বড় অংশ ব্যবহার হয় থাকে চাল কলকারখানাসহ বিভিন্ন মিলে। তবে হঠাৎ দাম বাড়ায় পণ্যের বাজারে অস্থিরতার আশঙ্কাও রয়েছেন সাধারণ জনগন।

গতকাল বৃহস্পতিবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা করে মাত্রাতিরিক্ত উৎপাদন ক্ষমতা কমাতে, তেলভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ না বাড়ানোরও আদেশ দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন।

আন্যদিকে ওয়াসা কর্তৃপক্ষ জানায়, পাম্পগুলো চালানোর খরচের বড় একটা অংশই যায় বিদ্যুতের পেছনে। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ায় পাম্প চালানোর খরচ বেড়ে গেছে। তাই এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন