দিল্লিতে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে টানা চার দিনের সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে পৌছেছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০। ৪ শতাধিক গ্রেফতার হয়েছেন।
মুসলিম অধ্যুষিত উত্তরপূর্ব দিল্লির ভজনপুরা, মৌজপুর ও কারাওয়াল নগরে ব্যাপক অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে বৃহস্পতিবার। এতে আহত হন অনেকে।
অন্যদিকে, আম আদমি পার্টির এক শীর্ষ নেতা তাহির হুসেইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে গোয়েন্দা কর্মকর্তা অঙ্কিত শর্মা হত্যায় জড়িত থাকার অভিযোগে। হত্যা মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।
গোয়েন্দা কর্মকর্তার মরদেহ মঙ্গলবার সংঘর্ষ কবলিত এলাকা থেকে উদ্ধার হয়। সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি মিছিল থেকেই মূলত এই সংঘর্ষের সূত্রপাত।
মঙ্গলবার ওই গোয়েন্দা কর্মকর্তার মরদেহ সংঘর্ষ কবলিত এলাকা থেকে উদ্ধার হয়। সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি মিছিল থেকে সংঘর্ষের সূত্রপাত। এক পর্যায়ে হিন্দু-মুসলিম দাঙ্গায় রূপ নেয়। জাতিসংঘ দিল্লির এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে।
আনন্দবাজার/এস.কে