চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস অবশেষে নিয়ন্ত্রণে আসছে। চীনের বিশেষজ্ঞ ডা. ঝং নানশান জানান, আমরা নিশ্চিত যে এপ্রিলের শেষের দিকে মূলত করোনভাইরাস নিয়ন্ত্রণে আসবে।
তিনি আরো জানান, প্রথম দিকে যদি কর্তৃপক্ষ জোরালোভাবে কাজ করত তাহলে এ রোগের সংক্রমণের খুব বেশি হতো না। ১৫ ফেব্রুয়ারি থেকে সংক্রমণের সংখ্যার সংখ্যা হ্রাস পাচ্ছে। তিনি আগেই জানিয়েছিলেন যে, এ রোগের প্রাদুর্ভাব ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সর্বোচ্চ হবে।
এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে দুই হাজার ৮০৪ জনের। এবং আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ১৬৬ জন। চীনের মূল ভূখণ্ডেই আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৪৯৭।
করোনাভাইরাসে চীনের পরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। এছাড়া ইতালি, জার্মানি, ফ্রান্সে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
আনন্দবাজার/ টি এস পি