ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুচরা বাজারে কমছে না পেঁয়াজের দাম

পাইকারি বাজারগুলোতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। তবে পাইকারি বাজারে দাম কমলেও কমেনি খুচরা বাজারে।

খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। তবে কমেছে আদা ও রসুনের দাম। রাজধানীর কারওয়ান বাজারে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়, কেজি প্রতি বার্মিজ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়, কেজি প্রতি চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায় এবং কেজি প্রতি পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।

তবে রাজধানীর অন্যান্য খুচরা বাজারগুলোতে কেজি প্রতি দেশি পেঁয়াজ কেনা যাচ্ছে না ১০০ টাকার নিচে। চীন থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি।

কারওয়ান বাজারের এক পেঁয়াজ ব্যবসায়ী জানান, পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এ সপ্তাহে পেঁয়াজ প্রায় ৩৫-৪০ টাকা কমেছে। আগামীতে দাম কেমন হবে, তা বলা যাচ্ছে না। তবে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেন কমেনি তা আমরা বলতে পারব না। খুচরা বিক্রেতারা বলতে পারবে।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন