ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যস্ত সময় পার করছেন পলাশ

আসল নামে অনেকে না চিনলেও ‘কাবিলা’ কিংবা ‘পারভেজ’ নামে তাকে সবাই ঠিকই চিনে। নির্মাতা ও অভিনেতা জিয়াউল হক পলাশ এর কথা। ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘ফ্যামিলি ক্রাইসিস’ শিরোনামের দুটি ধারাবাহিকে অভিনয় করে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।

সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনয় আর নির্মাণ নিয়ে। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নির্মিত নতুন নাটক ‘ঘরে ফেরা’। ‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়াও করছেন বেশকিছু নাটক এবং বিজ্ঞাপনের কাজ।

ব্যস্ততা নিয়ে জিয়াউল হক পলাশ বলেন, এখন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকটা নিয়ে ব্যস্ততা সময় যাচ্ছে। এছাড়া আরও কিছু নাটকে কাজ করবো। একটা কোমল পানীয়র বিজ্ঞাপন সহ নতুন কিছু বিজ্ঞাপনে দর্শকরা আমাকে দেখতে পাবেন।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পলাশ বলেন, এখন থেকে প্রতি মাসে আমার পরিচালনায় দুইটি কাজ পাবে দর্শকরা। ঈদের জন্য বেশ কিছু কাজ করবো এবার ইনশাআল্লাহ। এছাড়া ভবিষ্যতে সিনেমা বানানোর পরিকল্পনা আছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন