ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজস্ব অপারেটিং সিস্টেম নিয়ে আসছে ওয়ালটন

ওয়ালটন তাদের টেলিভিশনের জন্য নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করেছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ১ মার্চ গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের কারখানায় ‘আরওএস’ নামের অপারেটিং সিস্টেমটি উদ্বোধন করবেন।

ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী মোস্তাফা নাহিদ হোসেন বলেন, দেশের মানুষের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ‘আরওএস’ তৈরি করা হয়েছে। অপারেটিং সিস্টেমটি কাজে লাগিয়ে টেলিভিশনে দ্রুত কমান্ড দেওয়ার পাশাপাশি উন্নতমানের ছবি ও শব্দ পাওয়া যাবে। ওয়ালটনের এলইডি টেলিভিশন ও স্মার্ট টেলিভিশনে এ প্রযুক্তি ব্যবহারের সুযোগ মিলবে।

আনন্দবাজার/টি এস

সংবাদটি শেয়ার করুন