সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে চলা প্রতিবাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় এক বাংলাদেশি শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষে কলকাতার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরও) থেকে এই নির্দেশ দেওয়া হয়।
ভারত ছাড়ার নির্দেশ দেয়ায় বিশ্বভারতীর ওই শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। আফসারা নামের এই শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘ব্যাচেলর অব ডিজাইন’ নিয়ে পড়াশোনা করছেন।
এফআরও অফিস থেকে দেয়া নির্দেশিকায় বলা হয়েছে, আফসারার বিরুদ্ধে ভারতবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই ফরেনার্স অ্যাক্ট ১৯৪৬ এর সেকশন ৩ এর সাবসেকশন (২) অনুয়ায়ী তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা পাওয়ার ১৫ দিনের মধ্যে আফসারাকে ভারত ছাড়তে হবে।
আফসারা ভারতবিরোধী ঠিক কি কার্যকলাপ করেছেন সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি নির্দেশিকায়। শুধু বলা হয়েছে, অ্যান্টি গর্ভমেন্ট অ্যাক্টিভিটিতে যুক্ত ছিলেন আফসারা।
আফসারা বিশ্বভারতীতে প্রথম সেমিস্টারে পড়ছেন। পড়াশোনা শেষ করে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন তিনি। ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে আফসারার পড়াশোনা।
আনন্দবাজার/ডব্লিউ এস




