শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফেবারিটরাই পিছিয়ে পড়েছে চ্যাম্পিয়নস লিগে

চ্যাম্পিয়নস লিগের প্রত্যেক আসরে ফেবারটি হিসেবেই খেলতে গেলেও শিরোপা খরা কাটছে না বার্সেলোনার। তবে এবারের আসরে বার্সেলোনার মহা তারকা লিওনেল মেসি মনে করছেন, ইউরোপের প্রতিযোগিতায় সেরা হওয়ার অবস্থানে নেই বার্সা এবং চ্যাম্পিয়নস লিগেও ফেবারিট নয় তারা।

এদিকে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ, বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল, পিএসজি এবং রোনালদোর জুভেন্টাসকে ফেবারিট হিসেবে ঘোষণা করেছেন লিওনেল মেসি। তবে তিনি যাদেরকে ফেবারিট হিসেবে ঘোষণা করে ছিলেন তারাও শেষ ষোলোর প্রথম লেগ শেষে পিছিয়ে পড়েছে। যদিও বার্সা এগিয়ে না থাকলেও নেই পিছিয়ে।

প্রথম লেগ শেষে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল অ্যাওয়ে ম্যাচে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে। ডিয়াগো সিমিওনের শক্ত রক্ষণভাগ এবং রক্ষণাত্মক ফুটবল দর্শনের বিপক্ষে দ্বিতীয় লেগে ঘরের মাঠে অ্যানফিল্টে ঘুরে দাঁড়াতে হবে অল রেডসদের।

এদিকে চ্যাম্পিয়নস লিগের অলটাইম ফেবারিট রিয়াল মাদ্রিদ লা লিগায় খারাপ করলেও চ্যাম্পিয়নস লিগের সুর কানে বাজতেই ঘুরে দাঁড়িয়েছে। তবে সর্বশেষ আসরের মতো এবারও শেষ ষোলো থেকে বিদায়ের শঙ্কায় রয়েছে লস ব্লাঙ্কোসরা। কারণ প্রথম লেগে ঘরের মাঠে শক্তিশালী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে হেরেছে জিদানের শিষ্যরা। রিয়ালকে দ্বিতীয় লেগে তাই লিখতে হবে ঘুরে দাঁড়ানোর গল্প।

গেলবারের চ্যাম্পিয়নস লিগের রানার্স আপ টটেনহ্যাম প্রথম লেগে লাইপজিগের বিপক্ষে হেরেছে ১-০ গোলে। তারা এবার অবশ্য ভালো অবস্থানে নেই। তবে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে হলে জার্মান ক্লাবের বিপক্ষে তাদেরই মাঠে ঘুরে দাঁড়াতে হবে মরিনহোর দলকে।

আরও পড়ুনঃ  ২৯ অগাস্ট: টেলিভিশনে আজকের খেলার সূচি

চ্যাম্পিয়নস লিগের অন্যতম ফেবারিট জুভেন্টাসও প্রথম লেগে ফ্রান্স ক্লাব লিঁওর কাছে হেরেছে ১-০ গোলে। তাই ঘুরে দাঁড়ানোর ভরসায় দ্বিতীয় লেগে রোনালদোরা খেলবেন ঘরের মাঠে।

শেষ ষোলোর প্রথম লেগে নাপোলির বিপক্ষে ইতালিতে ১-১ গোলের সমতা নিয়ে দেশে ফিরেছে বার্সেলোনা। তবে ঘরের মাঠে বার্সা নাপোলির বিপক্ষে আত্মবিশ্বাসী থাকবে এটাই স্বাভাবিক।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন