সােনালী ব্যাংক লিমিটেড ও জনতা ব্যাংক লিমিটেডে সমন্বিতভাবে ‘অফিসার-আইটি’ পদে ১৫৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সােনালী ব্যাংকে ১২২ জন এবং জনতা ব্যাংকে ৩৫ জনকে নিয়োগ দেয়া হবে।
কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজি/ ইনফরমেশন টেকনােলজি/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি থাকলে অফিসার-আইটি পদে আবেদন করা যাবে। এসএসসি বা সমমান পর্যায়ের পরীক্ষাসমূহে কমপক্ষে একটিতে প্রথম বিভাগ থাকতে হবে। কোনাে পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযােগ্য হবে না। সাধারণ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। প্রতিবন্ধী ও মুক্তিযােদ্ধার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে http://erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করার শেষ সময় ১০ মার্চ পর্যন্ত।
আনন্দবাজার/ টি এস পি