ঢাকা | শুক্রবার
৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত

সম্প্রতি পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। দীর্ঘ ছয় মাস পর এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গেল বছর সেপ্টেম্বরে বন্যায় অনেক অংশ প্লাবিত হওয়াতে দেশটির পেঁয়াজ উৎপাদনে ঘাটতি দেখা দেয়। আর তার প্রভাব পরে বাংলাদেশেও।

গত কাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসওয়ান এক টুইট এই ঘোষণা দিয়ে জানান, পেঁয়াজের বাজার এখন স্থিতিশীল রয়েছে এবং এ বছর প্রচুর উৎপাদিত হয়েছে। তাই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা। মার্চ মাসের প্রত্যাশিত উৎপাদন আশা করা হচ্ছে ৪০ লাখ মেট্রিক টন। যা গেল বছর একই সময় উৎপাদন ছিল ২৮.৪ লাখ মেট্রিক টন।

আরও পড়ুন : করোনা ঠেকাতে স্বাস্থ্য বিভাগের তিন স্তরের প্রস্তুতি

ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রফতানিকারক দেশ। ভারত থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করে থাকে বাংলাদেশও। কিন্তু রফতানি বন্ধ থাকায় দেশে দফায় দফায় বাড়ে থাকে পেঁয়াজের মূল্য। এক পর্যায়ে পণ্যটির মূল্য আকাশছোঁয়া হয়ে যায়। এবং মূল্য ওঠে ৩০০ টাকা পর্যন্ত। পেঁয়াজের বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে বাধ্য হয়ে বাংলাদেশকে ভারতের বাইরেও চীন, মিসর, তুরস্ক এবং পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করতে হয়।

আনন্দবাজার/এইচ এস কে

 

সংবাদটি শেয়ার করুন