হেঁটে চলার পথই হলো ফুটপাত। তবে পুরান ঢাকায় বাস্তবতা ভিন্ন। ফুটপাত মানেই সারি সারি হকার ও হাট-বাজার। পুরান ঢাকার রায়সাহেব বাজার, পাটুয়াটুলি, বংশাল, তাঁতীবাজার, বাবুবাজার, সদরঘাট লক্ষীবাজার এলাকার ফুটপাত হকারদের দখলে রয়েছে। বুধবার পুরান ঢাকার ফুলবাড়িয়া এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা হকারদের উচ্ছেদ করা হয়েছে। কোতোয়ালি ট্রাফিক জোন ও বংশাল থানার সমন্বয়ে যৌথভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়।
জানা যায়, বংশাল এবং কোতওয়ালি এলাকায় হকাররা দীর্ঘদিন ধরেই বেশকিছু ফুটপাত দখল করে ব্যবসা করছিলেন। যার ফলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল পথচারীদের চলাচলে। বংশাল থানার ওসি শাহীন ফকির ও কোতোয়ালি জোনের ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন।
কোতোয়ালি জোনের ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই স্লোগানকে ধারণ করে পুলিশ বন্ধু হয়ে জনগণের পাশে দাঁড়াতে চায়। জনগণের দুর্ভোগ হবে এমন সব কাজ পুলিশ প্রতিহত করবে। আমরা আজ বংশাল ও কোতওয়ালি এলাকার ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করেছি।
প্রসঙ্গত ফুলবাড়িয়া, পল্টন, বায়তুল মোকাররম, গুলিস্তান ও মতিঝিল এলাকার সড়ক থেকে হকারদের উচ্ছেদ অভিযান শেষ হলেই আবার এলাকার ফুটপাত দখল করে আবার পণ্যের পসরা নিয়ে হকাররা বসে পড়েন।তাই পথচারীদের চলাচলে সেই ভোগান্তি থেকেই গিয়েছে।
আনন্দবাজার/এস.কে