শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে সূচকের বড় পতন

শেয়ারবাজারে আবারও শুরু হয়েছে সূচকের পতন। সপ্তাহের চতুর্থ কার্যদিবসেও সূচকের বড় পতন হয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেন। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। তবে এই পতন নিয়ে টানা পাঁচ কার্যদিবসে সূচকের পতন হলো শেয়ারবাজার।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৯ পয়েন্টে। এবং লেনদেন হয়েছে ৬২৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার এবং ইউনিট। যা গেল দিনের চেয়ে ২ কোটি টাকা কম এবং গত দিন লেনদেন হয়েছিল ৬২৯ কোটি টাকা।

আরও পড়ুন : এসএসসি পর্যন্ত একটি বিভাগ হওয়া উচিত : প্রধানমন্ত্রী২০৭ 

অপরদিকে বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৪১ পয়েন্টে। আজ ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ৮১টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।

আজ সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার এবং ইউনিটের। যা গত দিনের চেয়ে ১২ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি টাকার।

আনন্দবাজার/এইচ এস কে  

 

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে সব চুক্তিই জনগণের স্বার্থে

সংবাদটি শেয়ার করুন