ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যামেরা থাকলেই আলোকচিত্রী হয় না : শহিদুল আলম

কলম থাকলেই যেমন লেখক হয় না তেমনি ক্যামেরা থাকলেই আলোকচিত্রী হয় না বলে মন্তব্য করেছেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম। সোমবার ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আইন অনুষদের মিলনায়তনে ‘সিটিজেন জার্নালিজম এন্ড দ্যা ইউজ অব ভিজ্যুয়াল’ কর্মশালাতে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শহিদুল হক।

এসময় তিনি শিক্ষার্থীদের আলোকচিত্রের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে শিক্ষাদানের পাশাপাশি নিপিড়কদের বিরুদ্ধে রুখে দাড়ানোর ও আলোকচিত্রের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলার জন্য আহ্বান জানান।

শহিদুল আলম বলেন, আমাদের যে শক্তি বা ক্ষমতা সেটা আমরা সবসময় মূল্যায়ন করি না। আমরা ধরেই নিই যে সরকার খুব শক্তিশালী, অন্যান্য বড় সংস্থা কিংবা প্রতিষ্ঠান খুব শক্তিশালী। অথবা যখন ভাবি আমরা সাধারণ মানুষ কিবা করতে পারি, আমাদের দ্বারা পরিবর্তন সম্ভব নয়, সেই মুহূর্তেই নিপড়িকগোষ্ঠির জয় হয়ে যায়। যখন আমরা সারাক্ষন প্রতিবাদ করবো, নিজেকে বলবো আমি পারি, আমার ক্ষমতা রয়েছে, আমার হাতেই হাতিয়ার, তখন পরিবর্তন আনা সম্ভব।

এছাড়া কর্মশালার শেষ পর্যায়ে শিক্ষার্থীদের আলোকচিত্র বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। অনুষ্ঠানে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও আলোকচিত্রে আগ্রহী অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

 

আনন্দবাজার/ডব্লিউ এস/এম এস

সংবাদটি শেয়ার করুন