সম্প্রতি আসন্ন হজ্ব প্যাকেজ ২০২০ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই হজ প্যাকেজ অনুমোদন দেয়া হয়।
তবে এর আগে প্রথম ৩ ধরনের প্যাকেজ প্রস্তাব করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রস্তাবিত হজ প্যাকেজ-১-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার টাকা, যা গেল বছর ছিল ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। প্যাকেজ-২-এ ৩ লাখ ৬০ হাজার টাকা, গত বছর ছিল ৩ লাখ ৪৪ হাজার টাকা এবং নতুন প্যাকেজ-৩-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১৫ হাজার টাকা।
আরও পড়ুন : ৮০ শতাংশ মোটরসাইকেলই তৈরী হয় দেশে!
চলতি বছর মোট হজযাত্রী ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন। তবে এরমধ্যে সরকারিভাবে হজ করতে যাবেন ১৭ হাজার ১৯৮ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রী পরিবহন করা হবে।
আনন্দবাজার / এইচ এস কে