ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

উৎপাদন বন্ধের পর এবার বিক্রি বন্ধ আইফোনের

করোনার প্রভাবে চীনে উৎপাদন ও বিক্রয় কেন্দ্র দুটিই বন্ধ করতে বাধ্য হয়েছে আইফোন। এতে করে বড় রকমের ক্ষতিরমুখে পড়েছে কোম্পানিটি।

গত বছর শুধু চীনা বাজার থেকে প্রায় সাড় ৪ হাজার কোটি ডলার আয় করেছিল আইফোন। কিন্তু এ বছর করোনার প্রভাবে শুধু উৎপাদন কেন্দ্রই নয়, বন্ধ করতে হয়েছে বিক্রয় কেন্দ্র গোলও। ফলে এখানে পুরো বাণিজ্য বন্ধ রয়েছে।

তাই এটি এখন আর শুধু লাভ-ক্ষতির হিসেবের মধ্যই সীমাবন্ধ থাকছে না প্রতিষ্ঠানটি। বিশ্ববাজারে টিকে থাকার বিষয়টিও আলোচনা শুরু হয়েছে। তবে আইফোনের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম অন্য কোম্পানিগুলোতেও করোনার প্রভাব পরেছে।

এইদিকে দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে দায়েগু শহরের এক চার্চ থেকে। সে শহরটির আবার গুমির খুবই কাছে। বিশ্বের সব স্যামসাং ফোন তৈরির ছোট অংশ ওই গুমি অঞ্চল তৈরির করা হয়। কিন্তু কারখানার এক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটির মোবাইল কারখানা বন্ধ করে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন