রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ৫০ পয়েন্ট

শেয়ারবাজারে অনেক উত্থান-পতনের পরে এখন অনেকটাই গতি ফিরেছে। তবে শেয়ারবাজারের এই মন্দাবস্থা কাটাতে কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে সরকার।গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে দশমিক ৫০ পয়েন্ট।

জানা গেছে,  ডিএসইতে পিই রেশিও বেড়ে অবস্থান করে ১২ দশমিক ৫৬ পয়েন্টে। তবে এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১২ দশমিক শূন্য ৬ পয়েন্ট যা পিই রেশিও ১৫-এর নিচে অবস্থান করছে।

গত সপ্তাহের খাতভিত্তিক পিই রেশিও তথ্য বিশ্লেষণে করে দেখা যায়, ব্যাংক খাতে পিই রেশিওর অবস্থান সাত পয়েন্টে, সিমেন্ট খাতে ৩১ দশমিক সাত পয়েন্টে, সিরামিক খাতে ৩৩ দশমিক সাত পয়েন্টে, প্রকৌশল খাতে ১৬ দশমিক এক পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২৬ দশমিক পাঁচ পয়েন্টে, জ্বালানি এবং বিদ্যুৎ খাতে ১৪ দশমিক ছয় পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৪ পয়েন্টে ও তথ্য এবং প্রযুক্তি খাতে ২২ দশমিক ছয় পয়েন্টে।

আনন্দবাজার/ এইচ এস কে

 

আরও পড়ুনঃ  সপ্তাহের শেষ দিনে সূচকের উত্থান

সংবাদটি শেয়ার করুন