ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে জামদানি মেলায় উপচে পড়া ভিড়

মসলিন খ্যাত ঐতিহ্যবাহী জামদানি শাড়ির বাজার সম্প্রসারণ ও নতুন প্রজন্মের কাছে দেশীয় জামদানি পৌঁছে দিতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে তিন দিনব্যাপী জামদানী মেলার আয়োজন করা হয়েছে। শনিবার সকাল থেকেই জামদানি মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মেলায় জামদানি শাড়ির জন্য ২১ টি দোকান বরাদ্দ দেয়া হয়। এছাড়াও ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরতে একটি জামদানি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। সেখানে সারাদেশ থেকে সংগ্রহ করা বিভিন্ন প্রকার জামদানি শাড়ির সাথে নকশি কাঁথা প্রদর্শন করা হয়।

জামদানি শাড়ি কিনতে আসা ঢাকার তাঁতীবাজারের গৃহিণী দিপারানী ধর জানান, পত্রিকায় দেখলাম সোনারগাঁয়ে তিন দিনব্যাপী জামদানি মেলা শুরু হয়েছে। তাই স্বপরিবারে চলে এলাম। এখানে এসে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের জামদানি শাড়ি দেখলাম। অনকেগুলো দোকান ঘুরে আমার পছন্দের দুটি শাড়ি কিনেছি।

জামদানি শিল্পী আবু তাহের বলেন, জামদানি মেলায় বিভিন্ন রকমের জামদানি শাড়ি উঠেছে। জাদুঘর র্কতৃপক্ষ প্রথমবাররে মতো এ মেলার আয়োজন করায় সোনারগাঁয়ে সকল জামদানি শাড়ি শিল্পী ও কারিগররা এতে অংশগ্রহণ করতে পেরেছে। তাই ক্রেতাদের জন্য বিভিন্ন দামের বিভিন্ন ডিজাইনের জামদানি এখানে প্রর্দশতি হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস/এ এইচ

সংবাদটি শেয়ার করুন