শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নারায়ণগঞ্জের শহীদ মিনারের সকল প্রস্তুতি সম্পন্ন। নারায়ণগঞ্জের চারুকলা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ও সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে করা হয়েছে শহীদ মিনারের আলপনা ও সাজ-সজ্জার কাজ।
এর আগে বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে শহীদ মিনার প্রাঙ্গন ও এর আশপাশ ধুয়ে পরিষ্কার করা হয়।
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা। রাত ১২টা ১ মিনিটে সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসক, সাংসদ এবং জেলা পরিষদের চেয়ারম্যান শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যাবসায়িক ও অন্যান্য ব্যাক্তিবর্গসহ সর্ব স্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। মুজিব বর্ষ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল সারাদিন নানা কর্মসুচী আয়োজন করেছে শিশু একাডেমী ও রাইফেল ক্লাব।
নগরীর ফুলের দোকানদারাও বাহারি রকমের ফুলের পসরা সাজিয়ে বসেছেন। ফুল ব্যবসায়ীদের মতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জেলায় প্রায় ২০ লক্ষ টাকার ফুল বিক্রয় হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস/বি এ