ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চলে গেলেন কপি-পেস্ট এর জনক টেসলার

মৃত্যু বরণ করেছেন কম্পিউটারের কাট-কপি-পেস্ট ফাংশনের জনক মার্কিন বিজ্ঞানী ল্যারি টেসলার। কিংবদন্তি এই প্রযুক্তিবিদ সোমবার মারা গেলেও তা প্রকাশ করা হয় বুধবার। জেরক্স কোম্পানি তার মৃত্যু সংবাদ গণমাধ্যমকে জানায়।

মৃত্যুকালে টেসলারের বয়স হয়েছিল ৭৪ বছর। ১৯৬০ সালে তিনি যখন সিলিকন ভ্যালিতে কাজ শুরু করেন তখন কম্পিউটার মানুষের কাছে দুর্বোধ্য ছিল। তার কাট-কপি-পেস্ট আবিষ্কার কম্পিউটারের বিভিন্ন কাজকে করেছে সহজ।

কাট-কপি-পেস্ট আবিষ্কার ছাড়াও ল্যারি টেসলারের আরও একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার কম্পিউটারের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফাংশন। বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি অ্যাপল, ইয়াহু, অ্যামাজন ও জেরক্সে দীর্ঘদিন কাজ করেছেন।

ল্যারি টেসলারের জন্ম ১৯৪৫ সালে নিউইয়র্কের ব্রুনক্সে। তিনি স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন