ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে ৩০ হাজার টন ভোজ্য তেল কিনবে সরকার

বছর ঘুরে আবারও আসছে রমজান। সম্প্রতি রমজানে দাম নিয়ন্ত্রন করতে ৩০ হাজার ম্যাট্রিক টন পরিশোধিত সয়াবিন তেল কিনবে সরকার। স্থানীয় বাজার থেকেই দর পত্রের মাধ্যমে এই তেল ক্রয় করা হবে।

তবে এই পরিশোধিত তেল সরবরাহ করবে ‘সুপার অয়েল রিফাইনারি লিমিটেড’ ও ‘বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেড’। এবং পরিশোধিত চিনি সরবরাহ করবে ‘সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী একুশে পদক প্রদান করবেন আজ

কিন্তু এই তেলগুলো কেনা হবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের মাধ্যমে। আসছে রমজান মাসে নিত্যপণ্যের চাহিদা এবং সরবরাহ স্বাভাবিক রাখতেই এগুলো কেনা হচ্ছে। গত বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ ক্রয় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, এই তেল সরবরাহে মোট ব্যয় হবে ২৯৭ কোটি ৩৯ লাখ টাকা। তবে প্রতি লিটার তেলের দাম ৯১ টাকা ৯৫ পয়সা ও ৯০ টাকা ৯৫ পয়সা।  অপরদিকে চিনি সরবরাহে মোট ব্যয় হবে ১৫৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা এবং প্রতি কেজি চিনির মূল্য ৬১ টাকা ২৫ পয়সা।

আনন্দবাজার / এইচ এস কে

 

 

সংবাদটি শেয়ার করুন