ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সাম্প্রতিক পারফরম্যান্স মেনে নেওয়া যায় না : পাপন

কোনোভাবেই সাম্প্রতিক পারফরম্যান্স মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাজমুল হাসান পাপন বলেন, অনেকে বলছে জিম্বাবুয়ের সঙ্গে জয় পাওয়া সহজ হবে কিন্তু ততোটা সহজ হবে না। জিম্বাবুয়ে জিম্বাবুয়ের জায়গায় আছে। আমরা আমাদের আগের জায়গায় নেই। ওদিক থেকে চিন্তা করলে জিম্বাবুয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে। বিশেষ করে টেস্টে তারা ভালো করছে।

তিনি আরো বলেন, দেশের মাটিতে সবচেয়ে খারাপ পারফরম্যান্স কোনটা জিজ্ঞেস করলে আমি বলব আফগানিস্তানের কাছে টেস্ট হার। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আফগানিস্তানের সাথেই যদি হেরে যাই, তাহলে তো জিম্বাবুয়ের সাথেই হারতে পারি।

মাশরাফিকে নিয়ে নাজমুল হাসান পাপন বলেন, জিম্বাবুয়ে সিরিজ হতে যাচ্ছে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ সিরিজ। দলে থাকতে চাইলে অন্য ক্রিকেটারদের মতো ফিটনেস প্রমাণ করে এবং ঘরোয়া ক্রিকেটে খেলার পর নির্বাচকরা যথেষ্ট মনে করলে মাশরাফি জাতীয় দলে সুযোগ পাবেন।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন