ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হবে মোতেরা

আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়াম (মোতেরা স্টেডিয়াম) বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। এই স্টেডিয়ামে প্রায় এক লাখ ১০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন।

এর আগে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের তকমা ছিলো অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের। সেখানে ৯০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন।

এমাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসতে পারেন এই মাঠে। তার হাতেই উদ্বোধন হতে পারে বিশ্বের বৃহত্তম এই ক্রিকেট স্টেডিয়ামের।

সরদার প্যাটেল স্টেডিয়ামে মুজিববর্ষ উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ হওয়ার কথা ছিলো। কিন্তু বিসিসিআইয়ের অনাগ্রহের কারণে সেটা আর হয়ে ওঠেনি।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন