মঙ্গলবার চীনের স্বাস্থ্য দফতর দাবি করেছিল, নতুন করে করোনাভাইরাসে সংক্রমণের হার কমেছে। কমেছে মৃতের সংখ্যাও। কিন্তু পরিস্থিতি বদলে গেল বুধবারই। এবার একদিনে মৃত্যু হল ১৩৬ জনের। এবং মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল দুই হাজার।
আজ বুধবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৪৯ জন। নতুন করে যে ১৩৬ জনের মৃত্যুর খবর মিলেছে তার মধ্যে ১৩৪ জনই হুবেই প্রদেশের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হুবেইয়ের হাসপাতালে নার্সদের ছবিও। ছবিতে দেখা যাচ্ছে টানা মাস্ক লাগিয়ে কাজ করার জন্য তাদের নাকে এবং গালে গভীর দাগ তৈরি হয়েছে। শুধু তাই নয়, বড়দের ডায়াপার ব্যবহার করছেন চিকিৎসক এবং নার্সরা। শৌচাগারে যাওয়ার সময়টুকুও যাতে নষ্ট না হয়।
আনন্দবাজার/ টি এস পি