সম্প্রতি প্রায় ৩৫ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ ব্যাংক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং (এইচএসবিসি) কর্পোরেশন। আগামী ২০২২ সালের মধ্যে ব্যাংক পুনর্গঠন করবে এই প্রতিষ্ঠানটি। তাই ৪৫০ কোটি মার্কিন ডলার ব্যয় কমানোর উদ্দেশেই এমন সিদ্ধান্ত নিয়েছে।
এই ব্যাপারে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নোয়েল কুইন জানান, বর্তমানে এইচএসবিসিতে কর্মী রয়েছে ২ লাখ ৩৫ হাজার। কিন্তু আগামী তিন বছরের মধ্যে তা ২ লাখে নামিয়ে আনা হবে। এশিয়ার প্রভাবশালী এই ব্যাংকটি গেল বছর কর পরিশোধ ছাড়া মুনাফা করেছে ১ হাজার ৩৩৫ কোটি ডলার।
কর্তৃপক্ষ এর মাধ্যমে জানা গেছে, ইউরোপে বিনিয়োগ এবং বাণিজ্যিক কার্যক্রম প্রত্যাশিত না হওয়ায় ব্যাংকটি ৭৩০ কোটি মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে।
আরও পড়ুন : বছর পেরলেও অপসারণ হয়নি কেমিক্যাল কারখানা
এশিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা এবং ইউরোপের প্রায় বেশিরভাগ দেশে কার্যক্রম পরিচালনা করছে দ্য হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন। কিন্তু যুক্তরাজ্যেই এর কর্মীসংখ্যা ৪০ হাজারের বেশি। তাই এই ছাঁটাইয়ের কবলে পড়বেন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাদের ব্যাংকিং বিনিয়োগ ব্যবসার সাথে জড়িত অনেক কর্মী।
আনন্দবাজার / এইচ এস কে