শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের আগমনে ৪ কোটি রুপির ফুল ছিটাবে ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে প্রথমবারের মতো ভারত সফরে আসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দিনের এই সফরে আগামী ২৪ ফেব্রুয়ারি ‘ফার্স্ট লেডি’ মেলানিয়াকে নিয়ে দিল্লিতে পৌঁছাবেন ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই ভারত সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশটির বিভিন্ন শহর ধোয়া-মোছাসহ রং করার কাজ শুরু হয়ে গেছে। ভারত সফরের প্রথম দিনেই আহমেদাবাদে বেশ কয়েক ঘণ্টা সময় কাটাবেন ট্রাম্প। আর এজন্যই আহমেদাবাদকে সাজানোর জন্য খরচ করা হচ্ছে প্রায় ১০০ কোটি রুপি।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়েছে, ট্রাম্প ও তার সফরসঙ্গীরা আহমেদাবাদের প্যাটেল ব্রিজ থেকে জুন্দাল সার্কেল ও মোটেরা পর্যন্ত সড়ক পথে চলাচল করবেন। আর এ কারণেই সেই পথকে সজ্জিত করা এবং ট্রাম্পের মাথায় ফুল ছিটানোর জন্য প্রায় ৪ কোটি রুপি ব্যয় করা হবে।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  বছরের শেষদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু

সংবাদটি শেয়ার করুন