ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুরান ঢাকায় নকল তেল-লোশনের কারখানা

পুরান ঢাকার মৌলভীবাজারে তৈরি হচ্ছে বিশ্ব বিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের নকল পন্য। জনসন লোশন, ডাবর, কুমারিকার তেলও। পুরান ঢাকার মৌলভীবাজারে র‌্যাবের অভিযানে পাওয়া গেছে এমন একটি নকল কারখানার সন্ধান। ঐ কারখানা থেকে দুই জনকে আটক করেছে র‌্যাব। তাদের কে দুই বছরে কারাদণ্ড এবং ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।

গতকাল সোমবার  রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান চালায় র‌্যাব। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। পুরান ঢাকার ৪ রুমের একটি ফ্ল্যাটে তৈরি করা হতো বিশ্ব বিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের নকল পন্য। তৈরি করা পন্যগুলো হল ডাবরের আমলা কেশতেল, ভ্যাসলিন, ব্যথা নাশক মলম মুভ, হরলিক্সসহ অনেক প্রকারের আয়ুর্বেদিক ওষুধও।

মূলত মাদকদ্রব্য বিক্রি হচ্ছে এমন তথ্য পেয়েই রাজধানীর চকবাজারের মৌলভিবাজারে একটি ভবনে অভিযান চালায় র‌্যাব- ১০। একই সময়ে অভিযান চালিয়ে বাসাটির ভাড়াটিয়ার কাছ থেকে ৯৬ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব। মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালানোর সময়ই বাসাটিতে সন্ধান মেলে নকল এই কারখানার।

ভেজাল পণ্য তৈরি ও বাজারজাতের অভিযোগে ২ অভিযুক্তকে ২ বছর করে কারাদণ্ড এবং ৫ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়ার পাশাপাশি মামলা করা হয়। ইয়াবা রাখার অভিযোগে একজনকে আরো ১ বছরের কারাদণ্ড ও মাদক আইনে মামলা করে র‌্যাব।

তাছাড়াও ৩৮ রকমের ভেজাল পণ্য রাখার অভিযোগে মৌলভিবাজারের একটি দোকানের মালামাল জব্দ করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। কিন্তু দোকানের কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন