শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

উন্মোচন হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

আগামী শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে অস্ট্রেলিয়ার মাঠিতে গড়াচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২০। এর আগে আজ সোমবার স্থানীয় সময় সকালে উন্মোচিত হয়েছে টুর্নামেন্টের ট্রফি। এসময় বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা ফটোসেশনে অংশ নেয়।

ফটোসেশনে অংশ নেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন। এছাড়াও অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের অধিনায়করা অংশ নেন।

স্বাগতিক অস্ট্রেলিয়ার সাথে ‘এ’ গ্রুপে লড়বে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। অপরদিকে ‘বি’গ্রুপে লড়বে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও থাইল্যান্ড। আর দুই গ্রুপের সেরা ৪ দল সরাসরি সেমিফাইনাল খেলবে।

আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সালমার দল। ২৯ ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২ মার্চ চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ দল।

আন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা মধ্যকার সিরিজ জিতল না কেউই

সংবাদটি শেয়ার করুন